উত্তর: এর দ্বারা ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজ বন্ধ হয়েছে, যা অবশ্যই প্রশংসনীয় এবং পারিশ্রমিক হিসেবে উক্ত অর্থ হালাল। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর ভালো ও তাক্বওয়ার কাজে সহযোগিতা করো এবং পাপ ও অন্যায় কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। আর ধূমপানের মতো হারাম কাজের অর্থ জোগানোর শর্তে কোনো শ্রমিককে ভাড়া করা জায়েয নয়। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলি মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মতো শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)’ (তিরমিযী, হা/১৩৫২)।
প্রশ্নকারী : মিজানুর রহমান
বাগমারা, রাজশাহী।