কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): শোয়ার সময় যে দু‘আগুলো পড়তে হয়, ঐ দু‘আগুলো কি শোয়ার আগে পড়া সুন্নাত নাকি শুয়ে শুয়ে দু‘আগুলো পড়া যাবে?

উত্তর: সুন্নাত হলো, কোনো ব্যক্তি যখন বিছানাতে শয়ন করবে তখন এই দুআগুলো পাঠ করবে। কেননা এই সম্পর্কিত হাদীছগুলোতে বিছানাতে শুয়ে যিকির করার কথা বলা হয়েছে (ছহীহ বুখারী, হা/৬৩১২, ৬৩১৮, ৬৩২০; ছহীহ মুসলিম, হা/৭০৯০)। ইমাম নববী রাহিমাহুল্লাহ অধ্যায় বেধেছেন যে, ‘অধ্যায়: কোনো ব্যক্তি ঘুমানোর ইচ্ছা করে বিছানায় শুয়ে যা বলবে’ নামে (আল-আযকার, ৮৩ পৃ.)। তবে কেউ যদি ঘুমানোর যিকিরগুলো পড়ে বিছানায় শুয়েও পড়ে, তাহলে তা শরীআত বহির্ভূত কাজ হবে না, ইনশা-আল্লাহ। 

প্রশ্নকারী : সাকিব আহমাদ

বাসাইল, টাঙ্গাইল।


Magazine