উত্তর: ইসলাম যে বিধান দিয়েছে তাতেই কল্যাণ রয়েছে, এটাই মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে বুদ্ধি-বিবেকসম্পন্নগণ! কিছাছের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন, যাতে তোমরা তাক্বওয়া অবলম্বন কর’ (আল-বাকারা, ২/১৭৯)। কোনো ব্যক্তি ইসলাম ত্যাগ করলে তাকে হত্যা করার ব্যাপারে ইসলামে নির্দেশনা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহর রাসূল, তার রক্তপাত বৈধ নয়। কিন্তু তিন শ্রেণীর লোক হত্যাযোগ্য- জানের (হত্যার) বদলে জান (হত্যা), বিবাহিত যেনাকারী এবং মুসলিম জামাআত থেকে পৃথক হয়ে দ্বীন ত্যাগকারী’ (ইবনু মাজাহ, হা/২৫৩৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مَنْ بَدَّلَ دِيْنَهُ فَاقْتُلُوْهُ ‘যে লোক তার দ্বীন বদলে ফেলে, তাকে হত্যা করো’ (ছহীহ বুখারী, হা/৩০১৭)।
প্রশ্নকারী : সালিম
সিরাজগঞ্জ।