উত্তর: ‘পৌষ সংক্রান্তি’ হলো বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিন এবং মকর মাসের শুরু। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, এটা একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেন, যা নতুন শুরু ও শুভ ঘটনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। পৌষ সংক্রান্তিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও রীতিনীতি পালন করা হয়। এই দিনে হিন্দুরা গঙ্গাস্নান করে, বিশেষভাবে সূর্য উপাসনা করে, নতুন ফসল উৎসব হিসেবে উদযাপন করে এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার তৈরি করে, যেমন- পিঠা, পায়েস ইত্যাদি। সুতরাং এটি হিন্দু ধর্মের একটি ধর্মীয় উৎসব। আর কোনো মুসলিমের জন্য অমুসলিমদের ধর্মীয় উৎসবের উদ্দেশ্যে তৈরি করা খাবার খাওয়া জায়েয নয়। কেননা এর মাধ্যমে তাদেরকে সম্মান করা হয়, তাদের শিরকী কাজে সহযোগিতা করা হয়, যা নিষিদ্ধ (আল-মায়েদা, ৫/২)। তাই তাদের উৎসবের উক্ত পিঠা খাওয়া যাবে না আর ইসলামে শুভ-অশুভ সময় বলে কিছুই নাই। ইসলামে সকল দিনই আল্লাহর দিন। তাই এই ধরনের ভ্রান্ত বিশ্বাস থেকেও দূরে থাকতে হবে।
প্রশ্নকারী : সোনিয়া
সিলেট।