কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : আমি প্রায়ই ফজরের ছালাত জামাআতের সাথে আদায় করতেনা পেরে বাসায় শুধু ফরয ২ রাকআত ছালাত আদায় করি। ঘুম থেকে উঠার সাথে সাথে যখন এ ছালাত আদায় করি তখন প্রায় সূর্য উঠার কিছু সময় আগে এবং পরেহয়। এতে কি আমার কোনো পাপ হবে?

উত্তর : এমন অভ্যাস শরীআতে কোনোমতেই গ্রহণযোগ্য নয়। বরং শরীআতের বিধান হলো, সব কিছু ত্যাগ করে জামাআতে ছালাত আদায় করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছা হয়, জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, অতঃপর ছালাত কায়েমের আদেশ দেই, অতঃপর ছালাতের আযান দেওয়া হোক, অতঃপর এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দেই। অতঃপর আমি লোকদের নিকট যাই এবং তাদের (যারা ছালাতে হাযির হয়নি) ঘর জ্বালিয়ে দেই। (ছহীহ বুখারী, হা/৬৪৪, ২৪২০; ছহীহ মুসলিম, হা/৬৫১; মিশকাত, হা/১০৫৩)। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আযান শুনল অথচ তার জবাব দিলো না ওযর ব্যতীত তার ছালাত কবুল হবে না’ (ইবনু মাজাহ, হা/৭৯৩; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৪২৬)। হাদীছে এটি মুনাফিকদের একটি বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী ছালাত হলো, ইশা ও ফজরের ছালাত। তারা যদি জানত যে, এই দুই ছালাতে কী প্রতিদান আছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও হাযির হতো’ (ইবনু মাজাহ, হা/৭৯৭, নাসাঈ, হা/৮৪৩)। সুতরাং নিয়মিতভাবে প্রশ্নে উল্লিখিত সময়ে ছালাত আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এমন সময়ে নিয়মিতভাবে ছালাত আদায়কারী ব্যক্তি অবশ্যই পাপী হবে।

প্রশ্নকারী : আশাদুল হক

প্রাণি বিভাগ, ঢাকা কলেজ।


Magazine