কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : কোনো ব্যক্তি যদি ছালাত ও ছিয়াম আদায় না করে, তাহলে তার ফিতরা নেওয়া যাবে কি?

উত্তর : হ্যাঁ, ফিতরা নেওয়া যাবে। এটি একটি ইসলামের বিধান। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের যারা এই মাস পাবে তারা যেন এই মাসে ছিয়াম পালন করে’ (আল বাকারা, ২/১৮৫)। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা যব হোক এক সা’ পরিমাণ আদায় করা ফারয করেছেন এবং লোকজনের ঈদের ছালাতের বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/১৫০৩, ছহীহ মুসলিম, হা/৯৮৩, মিশকাত, হা/১৮১৫)। অত্র হাদীছে ছোট বড়সহ সকল মুসলিমকেই যাকাতুল ফিতর দেওয়ার আদেশ করা হয়েছে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  ছাদাক্বাতুল ফিতর ফারয করেছেন- অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে (রমাযানের) ছিয়ামকে পবিত্র করতে এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য (আবূ দাউদ, হা/১৬০৯, মিশকাত, হা/১৮১৮)।

প্রশ্নকারী : তারিকুজ্জামান

গাংনী, মেহেরপুর।


Magazine