কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : ছেলে বা মেয়েদের নাম ‘মাহী’ রাখা যাবে কি?

উত্তর : ‘মাহী’ নাম রাখা যাবে। এ শব্দের অর্থ ‘মোচনকারী’। তবে শব্দটি দ্বারা ছেলে সন্তানের নাম রাখতে হবে, কন্যা সন্তানের নয়। কেননা শব্দটি পুরুষ বাচক শব্দ। জুবাইর ইবনু মুতঈম রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমার পাঁচটি (প্রসিদ্ধ) নাম রয়েছে, আমি মুহাম্মাদ, আমি আহমাদ, আমি আল-মাহী, আমার দ্বারা আল্লাহ কুফর ও শিরককে নিশ্চিহ্ন করে দিবেন। আমি আল-হাশির, আর আমার চারপাশে মানব জাতিকে একত্রিত করা হবে। আমি আল-আক্বিব (সর্বশেষে আগমনকারী)’ (ছহীহ বুখারী, হা/৩৫৩২; ছহীহ মুসলিম, হা/২৩৫৪)।

প্রশ্নকারী : ফুয়াদ হাসান

গোদাগাড়ি, রাজশাহী।


Magazine