উত্তর : আশূরা উপলক্ষে করণীয় হলো, ১০ই মুহাররম ও তার পূর্বে এক দিনসহ মোট দুই দিন ছিয়াম পালন করা। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! ইয়াহূদী-নাছরারা ১০ই মুহাররম আশূরার দিনটিকে সম্মান করে। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর বেঁচে থাকলে ইনশা-আল্লাহ আমরা ৯ই মুহাররমসহ ছিয়াম রাখব’। রাবী বলেন, কিন্তু পরের বছর মুহাররম আসার আগেই তাঁর মৃত্যু হয়ে যায় (ছহীহ মুসলিম, হা/১১৩৪; মিশকাত, হা/২০৪১)।
প্রশ্নকারী : মাহমুদ
শিবগঞ্জ, বগুড়া।