কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : আমার উম্মাত ততদিন সুন্নাতের উপর থাকবে যতদিন তারা ইফতার করার জন্য তারকা দেখার অপেক্ষা করবে না- ইবনু হিব্বানে বর্ণিত এ হাদীছটি কি ছহীহ?

উত্তর : হ্যাঁ, প্রশ্নোল্লিখিত হাদীছটি ছহীহ। সাহল ইবনু সা‘দ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার উম্মত ততদিন সুন্নাতের উপর থাকবে, যতদিন তারা ইফতার করার জন্য তারকা দেখার অপেক্ষা না করবে’। বর্ণনাকারী আরো বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিয়াম রাখতেন, তখন কাউকে উপরে উঠার আদেশ দিতেন। যখন সে বলত সূর্য ডুবে গেছে, তখন তিনি ইফতার করে নিতেন’ (ছহীহ ইবনু হিব্বান, হা/৩৫১০; ছহীহুল জামে‘, হা/৪৭৭২)।

প্রশ্নকারী : আব্দুর রহমান

 মোল্লাহাট, বাগেরহাট।

Magazine