উত্তর: ছহীহ বুখারীর ১৩৮৬ নং হাদীছসহ আরও অনেক হাদীছ দ্বারা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জান্নাত-জাহান্নাম দেখা ও জাহান্নামীদের শাস্তির বিষয়টি প্রমাণিত। এগুলো মূলত ভবিষ্যতে যা ঘটবে তার নমুনা চিত্র প্রদর্শন। যা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মু‘জিযা। অথবা এগুলো বারযাখী জীবনে কিছু পাপীর উপর সংঘটিত শাস্তি যা স্বপ্নের সাথে সম্পৃক্ত।
প্রশ্নকারী : মো. রোহান ইসলাম
মোহনপুর, রাজশাহী।