কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : আমাদের মসজিদের ইমাম সাহেব জুমআর খুৎবায় তেলাওয়াতের সময় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ‘কিবলাতানা’ বলে উল্লেখ করেন। এটা বলা কি সঠিক?

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। তার অনেক সম্মান ও মর্যাদা রয়েছে। কোনো ব্যক্তিই তার অনুসরণ ব্যতীত জান্নাতে যেতে পারবে না (ছহীহ বুখারী, হা/৭২৮০)। স্বয়ং আল্লাহ তাআলা তার অনুসরণ করার ও তাঁর নিষেধকৃত বিষয়গুলো থেকে বিরত থাকার আদেশ করেছেন (আল-হাশর, ৫৯/৭)। এমনকি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য করাকে আল্লাহর আনুগত্য বলে উল্লেখ করা হয়েছে (আন-নিসা, ৪/৮০)। এই সম্মান ও মর্যাদার দিকে খেয়াল রেখেই ছাহাবীগণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সম্বোধন করেছেন। কিন্তু কেউ তাকে ‘কিবলাতানা’ বলে সম্বোধন করেছেন বলে জানা যায় না। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ‘কিবলাতানা’ বলা ধর্ম নিয়ে বাড়াবাড়িকারী সুফিবাদী ও পীরপন্থিদের আক্বীদা ও পরিভাষা। সালাফগণ এসব শব্দ ব্যবহার করতেন না। তাই এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : মো. জসিম উদ্দিন খান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বি. বাড়িয়া শাখা।


Magazine