কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : আমারছেলের রাগ অনেক বেশি। এই রাগ দমনের জন্য তার কপালে হাত রেখে ২১ দিন ফজর ছালাতান্তে ২১ বার ‘ইয়া হাসিবু’ নামক তাসবীহ পাঠ করা যাবে কি?

উত্তর : রাগ শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং রাগ হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাইতে হবে। তবে রাগ নিয়ন্ত্রণের জন্য ফজরের ছালাতান্তে কপালে হাত রেখে ২১দিন ২১বার ‘ইয়া-হাসীবু’ নামক তাসবীহ পড়ার কোনো আমল ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়। বরং তা বানোয়াট ও ভিত্তিহীন আমল। আর যে আমল কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয় তা অবশ্যই বর্জণীয়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি (দ্বীনের মধ্যে) এমন কোনো আমল করলে, যার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। রাগ নিয়ন্ত্রণের জন্য أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ পড়া সুন্নাত। সুলায়মান ইবনু সুরাদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে দুইজন ব্যক্তি একে অন্যকে গালি দিচ্ছিল। আমরাও তার কাছেই বসাছিলাম, তাদের একজন অপরজনকে এত রাগান্বিত হয়ে গালি দিচ্ছিল যে তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি একটি কালেমা জানি, যদি এ লোকটি তা পড়ত, তা হলে তার ক্রোধ চলে যেত। অর্থাৎ যদি লোকটি أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ পড়ত (ছহীহ বুখারী, হা/৬১১৫; ছহীহ মুসলিম, হা/২৬১০)। সুতরাং এমতাবস্থায় বেশি বেশি উক্ত দু‘আটি পড়তে পারে। এমন সন্তানের জন্য মাতা-পিতার উচিত আল্লাহর নিকট সন্তানের রাগ নিয়ন্ত্রণের জন্য প্রার্থনা করা। আল্লাহ চাইলে মাতা-পিতার দু’আর বিনিময়ে তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে।

প্রশ্নকারী : নাসিরুদ্দীন

মন্ট্রিয়াল, কানাডা।


Magazine