কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : কেউ যদি সাবালাক হওয়ার আগে হাজ্জ করে, তাহলে সাবালাক হওয়ার পরেও কি তাকে হাজ্জ করতে হবে, নাকি আগের হাজ্জেই তার জন্য যথেষ্ট হবে?

উত্তর: কেউ সাবালাক হওয়ার আগে হাজ্জ করলে তার সেই হাজ্জের জন্য তার পিতামাতা নেকী পাবে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে এক মহিলা একটি শিশুকে তুলে ধরে জিজ্ঞেস করল, এর জন্য হাজ্জ আছে কি? তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে তোমার জন্য প্রতিদান রয়েছে (ছহীহ মুসলিম, হা/১৩৩৬, আবূ দাউদ, হা/১৭৩৬)। কিন্তু সাবালাক হলে তার থেকে হাজ্জের ফরযিয়্যাত মাফ হবে না। বরং তাকে আবার হাজ্জ করতে হবে। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরণের লোকের ওপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে, (১) ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, (২) অপ্রাপ্ত বয়স্ক বালক, যতক্ষণ না সাবালগ হয় (৩) পাগল ব্যক্তি, যতক্ষণ না তার সঠিক ফিরে আসে (আবূ দাউদ, হা/৪৩৯৮, নাসাঈ, হা/৩৪৩২)।

প্রশ্নকারী : মাসিদুল ইসলাম

চুয়াডাঙ্গা।


Magazine