কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : আমরা কিভাবে আল্লাহর পরিচয় লাভ করতে পারি?

উত্তরআল্লাহর পরিচয় লাভ করার অনেক উপায় রয়েছে। তার মধ্যে কতিপয় উপায় নিম্নে উল্লেখ করা হলো- ১. সৃষ্টিজগৎ দেখা ও তা নিয়ে চিন্তা-ভাবনা করা। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে আছে নিদর্শন’ (আয-যারিয়াত, ৫১/২০)। তিনি আরো বলেন, ‘বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে, এটি (কুরআন) সত্য; তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে, তিনি সকল বিষয়ে সাক্ষী?’ (ফুসসিলাত, ৪১/৫৩)। ২. নিজের শরীর নিয়ে গবেষণা করা। মহান আল্লাহ বলেন, ‘আর (নিদর্শন আছে) তোমাদের মাঝেও, তোমরা কি দেখ না?’ (আয-যারিয়াত, ৫১/২১)। বেশি বেশি প্রার্থনা করা। কারণ আল্লাহ তাওফীক্ব দান না করলে আল্লাহকে চেনা অসম্ভব। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর সহায়তা ছাড়া আমার কোন তওফীক নেই। আমি তাঁরই উপর তাওয়াক্কুল করেছি এবং তাঁরই কাছে ফিরে যাই’ (হূদ, ১১/৮৮)। ৩. বিভিন্ন প্রাণি নিয়ে চিন্তা-ভাবনা করা। মহান আল্লাহ বলেন, ‘তারা কি উটের প্রতি লক্ষ করে না তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? এবং আসমানের দিকে, কিভাবে তা ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা হয়েছে? পাহাড়ের দিকে, কিভাবে তা স্থাপন করা হয়েছে? আর ভূ-তলের দিকে, কিভাবে বিস্তৃত করা হয়েছে?’ (আল-গাশিয়াহ, ৮৮/১৭-২০)। এছাড়াও নেককার-মুত্তাক্বী ব্যক্তিদের সাথে চলাফেরা করা। কেননা তাদের মাধ্যমে আল্লাহর নিদর্শনাবলীর সঠিক ব্যাখ্যা ও পরিচয় লাভ করা যায়।

প্রশ্নকারী : আব্দুল্লাহ 

নওগাঁ।


Magazine