কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী আমল ও দু‘আ পড়তে হয়?

উত্তর: ইসলাম আমাদের বিপদ, দুঃখ-কষ্ট ও পরীক্ষার সময় পড়ার জন্য অনেক দু‘আ ও আমল শিখিয়ে দিয়েছে। নিচে মূল কিছু দু‘আ ও আমল তুলে ধরা হলো-

১. দু‘আ ইউনুস পড়া। لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ ‘আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তুমি পবিত্র, আমি ছিলাম যালিমদের অন্তর্ভুক্ত’। এ দু‘আ পড়লে আল্লাহ বিপদ থেকে মুক্তি দেন (ছহীহ তিরমিযী, হা/৩৫০৫)।

২. এ দু‘আ পড়া لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَلِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ ‌رَبُّ ‌الْعَرْشِ ‌الْكَرِيمُ. (ছহীহ বুখারী, হা/৭৪২৬)।

৩. দুশ্চিন্তা দূর করার দু‘আ, اللَّهُمَّ إِنِّي أَعُْوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ ‘হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা ও মানুষের যুলম থেকে’ (ছহীহ বুখারী, হা/২৮৯৩)।

৪. আয়াতুল কুরসী প্রতিদিন সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে পড়লে আল্লাহ হেফাযত করবেন (ছহীহ বুখারী, হা/ ২৩১১)।

৫. সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা ইখলাছ, ফালাক, নাস সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে পড়লে সব ধরনের ক্ষতি থেকে নিরাপদে রাখা হয় (ছহীহ বুখারী, হা/৫০১৭; ছহীহ মুসলিম, হা/২১৯২)।

৬. এ দু‘আ পড়া, بِسْمِ اللهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ في الأرْضِ وَلَا في السَّماءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ ‘আল্লাহর নামে (শুরু করছি), যার নামে কোনো কিছুর কোনো ক্ষতি হয় না আসমান ও যমিনে। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (আবূ দাঊদ, হা/৫০৮৮; ছহীহ তিরমিযী, হা/৩৩৮৮)। ৭. ছাদাকা করা (তিরমিযী, হা/৬৬৪)। ৮. নফল ছালাত আদায় করা। এসবের মাধ্যমে বিপদ থেকে মুক্তি চাইতে হবে।

প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

হড়গ্রাম, রাজশাহী।


Magazine