কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): ব্যাংক থেকে লোন নিয়ে কমার্শিয়াল যানবাহন কেনা যাবে কি না?

উত্তর: যাবে না। সূদ দেওয়া ও নেওয়া উভয়টি ইসলামে হারাম। সুতরাং সূদ দিয়ে লোন নিয়ে তা দিয়ে কমার্শিয়াল যানবাহন কেনা যাবে না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন এবং সূদকে হারাম করেছেন (আল-বাকারা, ২/২৭৫)। তিনি আরও বলেছেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সূদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাক’ (আল-বাকারা, ২/২৭৮)। ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-সূদখোর, সূদদাতা, সূদের সাক্ষীদ্বয় ও সূদের (চুক্তি বা হিসাব) লেখককে অভিসম্পাত করেছেন (আবূ দাঊদ, হা/৩৩৩৩)।

প্রশ্নকারী : আজমাল হোসাইন

শিহাবগঞ্জ, ভারত।


Magazine