কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : ফরেক্স ট্রেডিং (Forex Trading) কি হালাল?

উত্তর : ফরেক্স ট্রেডিং মূলত একদেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা এক্সচেঞ্জ করার মাধ্যমে আয় করা। এখানে ব্রোকারের মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্ট খুলে লেনদেন করা যায়। এই অ্যাকউন্ট সূদমুক্ত করার সুযোগ আছে। এতে ক্রেতা-বিক্রেতা থাকে, বিনিময়যোগ্য মুদ্রা থাকে, মুদ্রার মূল্য নির্ধারিত থাকে, একই দেশের মুদ্রা বিনিময় হয় না, বরং ভিন্ন দেশের মুদ্রার সাথে বিনিময় হয়, পাশাপাশি উভয়পক্ষ অ্যাকাউন্ট থেকে সাথে সাথে মুদ্রা আদান-প্রদানের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারে, যা শরীআতের মূলনীতি ‘হাতে হাতে লেনদেন হতে হবে’ এর সাথে সামঞ্জস্যপূর্ণ। উবাদা ইবনু ছামেত রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ- সমপরিমাণ ও হাতে হাতে (নগদে) হতে হবে। তবে এই দ্রব্যগুলো যদি একটি অন্যটির সাথে বিনিময় হয় (অর্থাৎ পণ্য এক জাতীয় না হয়) তাহলে তোমরা যেরূপ ইচ্ছা (কম-বেশিতে বিক্রি) করতে পার, তা হাতে হাতে (নগদে) হলে’ (ছহীহ মুসলিম, হা/১৫৮৭)। ‘উভয়পক্ষ অ্যাকাউন্ট থেকে সাথে সাথে মুদ্রা আদান-প্রদানের মাধ্যমে লেনদেন সম্পন্ন করাটা ‘মজলিসে লেনদেন সম্পন্ন হওয়া’র স্থলাভিষিক্ত। উপর্যুক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, ফরেক্স ট্রেডিংয়ে হালালভাবে উপার্জনের সুযোগ রয়েছে।

-জালাল উদ্দিন

ভদ্রখণ্ড, তানোর, রাজশাহী।


Magazine