উত্তর : খলীফা ইয়াযীদের শাসনামলে ৬১ হিজরীর ১০ মুহাররম ইরাকের কারবালা নামক স্থানে হুসাইন রযিয়াল্লাহু আনহু-কে হত্যা করা হয়। তবে তার হত্যার ব্যাপারে তিনি বিন্দুমাত্রও দায়ী ছিলেন না। শায়খুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, ঐতিহাসিকগণ এ বিষয়ে একমত যে, নিশ্চয় ইয়াযীদ বিন মুয়াবিয়া হুসাইন রযিয়াল্লাহু আনহু-কে হত্যার নির্দেশ দেননি। তিনি ওবাইদুল্লাহ বিন যিয়াদকে কেবল ইরাক দখল করা হতে বাধা প্রদানের নির্দেশ দিয়েছিলেন (মাজমূউল ফাতাওয়া, ৩/৪১১ পৃ.)। তিনি আরো বলেন, হুসাইন রযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী-পুত্রগণ যখন ইয়াযীদের নিকট পৌঁছলেন, তখন তিনি তাদের অনেক সম্মান করেছেন এবং নিরাপত্তার সাথে তাদেরকে পুনরায় মদীনায় পৌঁছে দিয়েছেন (প্রাগুক্ত)।
ইতিহাসগ্রন্থ পর্যালোচনা করলে দেখা যায় যে, হুসাইন রযিয়াল্লাহু আনহু-এর হত্যার ব্যাপারে প্রকৃত দোষী দুইজন। ওবাইদুল্লাহ বিন যিয়াদ ও সীমার। কারণ কূফাবাসীর বায়আত গ্রহণের আমন্ত্রণে সাড়া দিয়ে যখন তিনি তথায় আগমন করেন এবং তার সাথে বেঈমানী করত তারা তাঁকে হত্যা করতে উদ্যত হয়, তখন ওবাইদুল্লাহ বিন যিয়াদ কূফার গভর্নর ছিল এবং সে সরাসরি যুদ্ধ পরিচালনা করেছিল। আর সীমার সরাসরি হত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিল (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/২১৪ পৃ.)।
প্রশ্নকারী : আবু আব্দুল্লাহ, ঢাকা।