কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : হজ্জ থেকে বাড়ি ফেরার পর তিন দিন পর্যন্ত কারও সাথে কথা বলা কিংবা বাড়ি থেকে বের হওয়া ঠিক নয়। এমনিভাবে গরু-খাসী যবেহ করে দাওয়াত খাওয়ানো কিংবা বাজারে কিছু কিনতে গেলে একদরে ক্রয় করা উচিত মর্মে সমাজে প্রচলিত আমলগুলো কি শরীআতসম্মত?

উত্তর : এগুলো সব কুসংস্কার। ইসলামে এগুলোর কোনো স্থান নেই। বরং হজ্জ অথবা কোনো সফর থেকে ফিরে আসলে প্রথমে মসজিদে দুই রাকআত ছালাত আদায়ের পর মানুষের সাথে প্রয়োজনীয় কুশলাদি বিনিময় করে বাড়িতে প্রবেশ করা সুন্নাত। কা‘ব ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর থেকে আসলে প্রথমে মসজিদে প্রবেশ করে দু’রাকআত ছালাত আদায় করতেন। অতঃপর লোকদের সাথে বসতেন (ছহীহ বুখারী, হা/৩০৮৭ ও ২৬০৪)।
তবে হজ্জ সফর থেকে ফিরে এসে দাওয়াত খাওয়ানো যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে ফিরে এসে খানাপিনার অনুষ্ঠান করেছিলেন (ছহীহ বুখারী, হা/৩০৮৯; মিশকাত, হা/৩৯০৫)। তবে হজ্জে যাওয়ার পূর্বে অনুষ্ঠান করে দাওয়াত খাওয়ানোর যে প্রথা সমাজে চালু আছে তার কোনো প্রমাণ শরীআতে নেই; বরং তা বিদআত ও কুসংস্কার।
প্রশ্নকারী : ইসরাঈল
শেরপুর, বগুড়া।

Magazine