উত্তর : নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুকে অস্বীকার করা এবং তাঁকে আল্লাহর আসনে বসানো কুরআনের সুস্পষ্ট বক্তব্য এবং ছাহাবীসহ সকল আহলুস-সুন্নাহ ওয়াল জামা’আতের আক্বীদা পরিপন্থি বিশ্বাস। সুতরাং তাদের মুসলিম বলা যাবে না; তারা কাফের। কারণ এক. নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে লক্ষ্য করে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে’। তিনি অন্যত্র বলেন, ‘আর মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বৈ কিছু নয়, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান অথবা নিহত হন, তাহলে কি তোমরা পশ্চাদপসরণ করবে’? (আলে-ইমরান, ১৪৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যু হলে উমার রাযিয়াল্লাহু আনহু সকল ছাহাবীর সামনে বললেন, মুনাফিকদের নিঃশেষ না করা পর্যন্ত আল্লাহর নবীর মৃত্যু হতে পারে না। একথা আবূ বকর রাযিয়াল্লাহু আনহু শুনতে পেয়ে বললেন, ‘যারা আল্লাহর দাসত্ব করে, তারা জেনে রাখো! আল্লাহ চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আর যারা মুহাম্মাদের দাসত্ব করো তারা জেনে রাখো! নিশ্চয় মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন’ (ছহীহ বুখারী, হা/১২৪২; মুসনাদে আহমাদ, হা/২৬৫৯২)। উল্লিখিত আয়াত এবং হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর মৃত্যু হয়েছে এবং ছাহাবীগণেরও আক্বীদা তাই ছিল। দুই. নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আল্লাহর আসনে বসানোর অর্থ যদি এই হয় যে, আল্লাহর গুণাবলি এবং জাতি-সত্তায় অংশীদারত্ব স্থাপন করা। যেমন. আল্লাহ যা করতে পারেন মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করতে পারেন। আল্লাহও গায়েব জানেন মুহাম্মাদও জানেন, আল্লাহ জীবন-মৃত্যুর মালিক মুহাম্মাদও জীবন-মৃত্যুর মালিক ইত্যাদি, তাহলে এটা শিরক হবে এবং এমন বিশ্বাস লালনকারী ব্যক্তি কাফের হয়ে যাবে। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালাম-কে আল্লাহর আসনে বসানোর কারণে কাফের হয়েছে ঠিক তদ্রূপ যারা মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে আল্লাহর আসনে বসাবে তারাও একই কারণে কাফের হবে। মহান আল্লাহ বলেন, ‘তারা কাফের যারা বলে যে, মরিয়ম পুত্র মসীহ-ই আল্লাহ। অথচ মসীহ বলেন, ‘হে বণী ইসরাঈল! তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান জাহান্নাম’ (আল-মায়েদা, ৭২)। সুতরাং মুসলিম হতে হলে এমন আক্বীদা-বিশ্বাস থেকে বেঁচে থাকা একান্ত জরুরি।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।