উত্তর: ব্যবহৃত স্বর্ণ-রৌপ্যের যাকাত দেওয়া না দেওয়ার বিষয়ে মতের ভিন্নতা থাকলেও অগ্রগণ্য মত হলো এতেও যাকাত ফরয হবে- যদি তা নিছাব পরিমাণ হয়। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আছ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ইয়ামানের এক মহিলা তার কন্যাকে নিয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসল। তার কন্যার হাতে দুটি মোটা স্বর্ণের বালা ছিল। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ‘তুমি কি এর যাকাত দাও?’ সে বলল, না। তিনি বললেন, ‘তুমি কি এতে সন্তুষ্ট যে, আল্লাহ তাআলা এর বিনিময়ে কিয়ামতের দিন তোমাকে আগুনের দুটি কঙ্কণ পরিয়ে দিবেন?’ বর্ণনাকারী বলেন, সে তৎক্ষণাৎ তা খুলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে রেখে দিয়ে বলল, এ দুটি আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য (আবূ দাঊদ, হা/১৫৬৩; তিরমিযী, হা/৬৩৭)। আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ ইবনুল হাদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর নিকট গেলে তিনি বললেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে আমার হাতে রূপার বড় আংটি দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, ‘হে আয়েশা! এটা কী?’ আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার উদ্দেশ্যে সাজসজ্জার জন্য আমি এটা বানিয়েছি। তিনি বললেন, ‘তুমি কি এগুলোর যাকাত দাও?’ আমি বললাম, না, অথবা আল্লাহ যা ইচ্ছা করেন। তিনি বললেন, ‘তোমাকে (জাহান্নামের) আগুনে নিয়ে যেতে এটাই যথেষ্ট’ (আবূ দাঊদ, হা/১৫৬৫)। এই দুটি বর্ণনা প্রমাণ করে যে, সোনার গহনাতেও যাকাত দেওয়া ফরয, যদি তা নিসাব পরিমাণ হয়।
প্রশ্নকারী : ইসহাক বিন সফিউল্লাহ
আল কাসিম, সঊদী আরব।