উত্তর : যে সকল খেলাধুলা সরাসরি হারাম, তার আসবাবপত্র বিক্রয় করাও হারাম। যেমন- তাস, দাবা, ক্যারাম বোর্ড, লুডু ইত্যাদি। তবে ক্রিকেট-ফুটবল খেলা যদি শরীর চর্চার জন্য হয়ে থাকে এবং তাতে যদি শরীআতের নীতি লঙ্ঘিত না হয়, তাহলে সেগুলোর সামগ্রী বিক্রি করাতে কোনো সমস্যা নেই। কিন্তু জুয়া হিসাবে এসব খেলার আয়োজন করা হলে সেখানে এই সামগ্রী বিক্রয় করা যাবে না। কেননা যে খেলা মানুষকে হারামের দিকে নিয়ে যায়, সে জাতীয় খেলার সামগ্রী বিক্রয় করা সে হারামে সহযোগিতার নামান্তর। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর নেকী ও তাক্বওয়ার কাজে সহযোগিতা করো; অন্যায় ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো না’ (আল-মায়েদাহ, ৫/২)।
প্রশ্নকারী : আমির হামজা
ঢাকা।