কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : নাভির নিচের লোম পরিষ্কারের জন্য ভিট (আলাইহিমুস সালামআলাইহিস সালাম আলাইহিস সালামহাফিযাহুল্লাহ) ব্যবহার করা যাবে কি?

উত্তর : হ্যাঁ, যাবে। কেননা ক্ষৌরকার্য সম্পাদনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার করা। আর তা যে কোনো মাধ্যমে হোক না কেন। তবে চেঁছে ফেলা সুন্নাত। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ইসলামের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে পাচঁটি। যথা : খাৎনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বগলের লোম উপড়ে ফেলা’ (ছহীহ বুখারী, হা/৫৮৯১; মিশকাত, হা/৪৪২০)।

প্রশ্নকারী : আব্দু্ল্লাহ

রাজবাড়ী সদর।

Magazine