কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): চুল কাটার পর গোসল না করে ছালাত আদায় করলে তার ছালাত হবে কি এবং নাভিরনিচের চুল কাটার পর গোসল কি ফরয?

উত্তর: স্ত্রী সহবাস বা অন্য কোনো উপায়ে বীর্যপাত হলে, নারীরা মাসিক কিংবা নিফাস থেকে পবিত্র হলে গোসল ফরয হয়। এছাড়া অন্য কোনো কারণে গোসল ফরয হয় না। তাই চুল কাটলে কিংবা নাভির নিচের পশম পরিষ্কার করলেও গোসল ফরয হয় না। অনুরূপভাবে চুল কাটা অযূ ভঙ্গেরও কোনো কারণ নয়। তাই অযূ অবস্থাতে চুল কেটে, সেই অযূতেই ছালাত আদায় করতে পারে। উল্লেখ্য, নাভির নিচের লোম চল্লিশ দিনের বেশি ছেড়ে রাখা উচিত নয় (ছহীহ মুসলিম, হা/২৫৮; ইবনু মাজাহ, হা/২৯৫)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।

               
Magazine