কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : ছালাতের সিজদা ও শেষ বৈঠকে ইসমে আজম পড়া যাবে কি-না?

উত্তর : সেজদা ও শেষ বৈঠকে উভয় জায়গাতেই পড়া যাবে। কেননা শেষ বৈঠকে কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত যেকোনো দু‘আ পাঠ করা যায়। শেষ বৈঠকে দু‘আ পাঠ করার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الثَّنَاءِ مَا شَاءَ ‘অর্থাৎ (তাশাহহুদের পর) হামদ সানাসহ যা ইচ্ছা পড়তে পারবে’ (ছহীহ বুখারী, হা/৬৩২৮; ছহীহ মুসলিম, হা/৯২৪; মিশকাত, হা/৯০৯)। ইসমে আযম পাঠ করলে দু‘আ কবুল হয়। সুতরাং শেষ বৈঠকে যেহেতু দু‘আর স্থান তাই তাশাহহুদের পর দরূদ তারপর ইসমে আযম পড়ে আল্লাহর নিকট দু‘আ করা যায়।

প্রশ্নকারী : জসিমুদ্দীন রায়হান

বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।


Magazine