কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : হস্তমৈথুন কি সর্বাবস্থায় নিষিদ্ধ? নাকি স্বামী-স্ত্রীর মাঝে সেটা বৈধ? যদি স্ত্রীর মাসিক অবস্থার কথা ধরা হয়।

উত্তর : হস্তমৈথুন অত্যন্ত জঘন্য ও গর্হিত কাজ। স্ত্রী ও দাসীর সাথে বৈধ পন্থায় যৌনসঙ্গম ব্যতীত অন্য সকল পথ ও পদ্ধতি হারাম। যারা একাজে অভ্যস্থ তারা সফলতা লাভ করবে না এবং বড় গুণাহগার হিসেবে বিবেচিত হবে। মহান আল্লাহ বলেন, অবশ্যই সফলকাম হয়েছে ঐ সকল মুমিন যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। বিবাহিত স্ত্রী ও দাসী ব্যতীত কোথাও ব্যবহার করে না। আর অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী (আল-মুমিনূন, ৫-৭; আল-মা‘আরিজ, ২৯)।

প্রশ্নকারী : মিম

রংপুর।


Magazine