উত্তর: না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। দুই বছর পরেও সন্তানকে দুধ খাওয়ানো যায়। সন্তানকে দুধপানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ‘জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধপান করাবে; যদি কেউ দুধপান করার সময় পূর্ণ করতে চায়’ (আল-বাকারা, ২/২৩৩)। এটা প্রমাণ করে যে, দুই বছর দুধপান করানো মায়ের দুগ্ধদানের পূর্ণ সময়। এরপর যা সে পান করাবে তা সাধারণ খাবার হিসাবে গণ্য হবে (মাজমূ‘উল ফাতাওয়া লি ইবনে তায়মিয়া, ৩৪/৬৩)। অর্থাৎ অত্র আয়াতে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি বরং তা দুধমাতা প্রমাণের সময়সীমা। সুতরাং শিশুর প্রয়োজনে দুই বছর পর দুধপান করাতে পারে। সন্তানকে দুধপান করানোর ক্ষেত্রে দুই বছরের কম-বেশি করা নির্ভর করবে সন্তানের লাভ-ক্ষতি ও পিতা-মাতার ইচ্ছার উপর (তাফসীরে কুরতুবী, ৩/১৬২)।
প্রশ্নকারী : নাঈম