কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬):আমার এক আত্মীয়ের ছেলের বয়স দুই বছর হয়েছে। দুই বছর বয়স হওয়ার কারণে পরিবার থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে মায়ের দুধ ছাড়ানো হয়েছে এবং শিশুটা চাইলেও তাকে আর মায়ের দুধ দেওয়া হচ্ছে না। তবে অন্য খাবার দেওয়া হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীআতে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি যে, শিশুর বয়স দুই বছর হলে তাকে মায়ের দুধ পান করতে দেওয়া যাবেই না?

উত্তরনা, এমন কোনো বাধ্যবাধকতা নেই। দুই বছর পরেও সন্তানকে দুধ খাওয়ানো যায়। সন্তানকে দুধপানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ‘জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধপান করাবে; যদি কেউ দুধপান করার সময় পূর্ণ করতে চায়’ (আল-বাকারা, ২/২৩৩)। এটা প্রমাণ করে যে, দুই বছর দুধপান করানো মায়ের দুগ্ধদানের পূর্ণ সময়। এরপর যা সে পান করাবে তা সাধারণ খাবার হিসাবে গণ্য হবে (মাজমূ‘উল ফাতাওয়া লি ইবনে তায়মিয়া, ৩৪/৬৩)। অর্থাৎ অত্র আয়াতে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি বরং তা দুধমাতা প্রমাণের সময়সীমা। সুতরাং শিশুর প্রয়োজনে দুই বছর পর দুধপান করাতে পারে। সন্তানকে দুধপান করানোর ক্ষেত্রে দুই বছরের কম-বেশি করা নির্ভর করবে সন্তানের লাভ-ক্ষতি ও পিতা-মাতার ইচ্ছার উপর (তাফসীরে কুরতুবী, ৩/১৬২)।

প্রশ্নকারী : নাঈম

সবুজবাগ, ঢাকা।

Magazine