কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): মযীর বিস্তারিত বিধান কী?

উত্তর: মযী হলো যা বীর্যের চেয়ে হালকা। কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে রসিকতা ও চুম্বন করার সময় বের হয়ে থাকে (আল-গরীবাইনি ফীল কুরআন ওয়াল হাদীছ, ৬/১৭৩৮)। এটি শরীরে লাগলে তা ধুয়ে ফেলতে হবে এবং এটি বের হলে ওযূই যথেষ্ট। গোসল করার প্রয়োজন নেই। সাহল ইবনু হুসাইফ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গত হতো, তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, ‘মযী বের হওয়ার পর ওযূ করাই যথেষ্ট’। তখন আমি বলি, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার কাপড়ে মযী লাগলে কী করব? তিনি বলেন, ‘কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থানে ছিটিয়ে দিবে’ (আবূ দাঊদ, হা/২১০)। আলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এমন পুরুষ ছিলাম যে, আমার অত্যন্ত বেশি মযী নিঃসরণ হতো। তাই ছাহাবী মিকদাদ রাযিয়াল্লাহু আনহু-কে এ বিষয়ে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করে নেওয়ার জন্য বললাম। তিনি তাঁকে জিজ্ঞাসা করায় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তার জন্য ওযূ করতে হবে’ (ছহীহ বুখারী, হা/১৩২)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ বিন মুস্তফা

হাইয়ুল বাদিয়া, দাম্মাম।


Magazine