কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : নারীদের জন্য জানাযার ছালাত ও মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করার বিধান কী?

উত্তর : পর্দাসহ মহিলারা জানাযার ছালাতে শরীক হতে পারবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা সহ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্যান্য স্ত্রী মসজিদে নববীর মধ্যে সা‘দ বিন আবী ওয়াক্কাছ রাযিয়াল্লাহু আনহু-এর লাশ আনিয়ে নিজেরা জানাযা পড়েছিলেন (ছহীহ মুসলিম, হা/৯৭৩)। তবে মহিলাদের কবরে মাটি দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে জানাযায় অংশগ্রহণকে রেওয়াজে পরিণত করার প্রয়োজন নাই। পরিবেশ অনুযায়ী মিলে গেলে পড়তে পারে।

প্রশ্নকারী : শামীমা আক্তার

নাটোর।


Magazine