কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : ছালাতের পর কেউ যদি বুঝতে পারে যে, অসাবধানতাবশত কাপড় টাখনুর নিচে ছিল, তাহলে কি ছালাত আবার পড়তে হবে?

উত্তর : টাখনুর নিচে কাপড় পরিধান করা কাবীরা গুনাহ এবং শাস্তিযোগ্য অপরাধ। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘লুঙ্গির যে পরিমাণটুকু পায়ের গাঁটের নিচে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে’ (ছহীহ বুখারী, হা/৫৭৮৭; মিশকাত, হা/৪৩১৪)। আবূ যার গিফারী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন শ্রেণির লোকের সাথে কথা বলবেন না; তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আবূ যার গিফারী রযিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল! তাহলে তাদের জন্য ধ্বংস! তারা কারা? তিনি বললেন, যে টাখনুর নিচে কাপড় পরিধান করে, যে অনুগ্রহ বা উপকার করে খোঁটা দেয় এবং যে মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু (বিক্রয়) করার চেষ্টা করে (ছহীহ মুসলিম, হা/১০৬; মিশকাত, হা/২৭৯৫)। তবে অজ্ঞতাবশত কিংবা অসর্তকতাবশত যদি এমন হয়ে যায় তাহলে ছালাত হয়ে যাবে। কেননা এমন অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃত এবং যার উপর তাকে বাধ্য করা হয়, তার পাপকে ক্ষমা করেন’ (ইবনু মাজাহ, হা/২০৪৫; মিশকাত, হা/৬২৮৪)।

প্রশ্নকারী : শামীম

উত্তরা, সেক্টর-১০, ঢাকা।


Magazine