উত্তর: এক্ষেত্রে ওযূ অবস্থায় থাকা আবশ্যক নয়। কেননা কুরআন, হাদীছ বা কোনো ইসলামী বই স্পর্শ করা, পড়া বা শোনার জন্য ওযূ করা শর্ত নয়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর যিকির করতেন (ছহীহ মুসলিম, হা/৩৭৩)। ইবরাহীম রাহিমাহুল্লাহ বলেছেন, (হায়েয অবস্থায়) আয়াত পাঠে কোনো দোষ নেই। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা জুনুবীর জন্য কুরআন পাঠে কোনো দোষ মনে করতেন না। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর যিকির করতেন। উম্মু আতিয়্যা রাযিয়াল্লাহু আনহা বলেন, (ঈদেন দিন) হায়েয অবস্থায় মহিলাদের বাইরে নিয়ে আসার জন্য আমাদের বলা হতো, যাতে তারা পুরুষদের সাথে তাকবীর বলে ও দু‘আ করে।
ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা আবূ সুফিয়ান রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, হিরাক্লিয়াস (রোম সম্রাট) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পত্র চেয়ে নিলেন এবং তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, ‘দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। (আপনি বলুন!) হে কিতাবীগণ! এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি। কোনো কিছুকেই তাঁর শরীক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রবরূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয়; তবে বলুন, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। আত্বা রাহিমাহুল্লাহ জাবির রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, আয়েশা রাযিয়াল্লাহু আনহা হায়েয অবস্থায় কা‘বা ত্বওয়াফ ছাড়া হজ্জের অন্যান্য আহকাম পালন করেছেন; কিন্তু ছালাত আদায় করেননি। হাকাম রাহিমাহুল্লাহ বলেছেন, আমি জুনুবী অবস্থায়ও যবেহ করে থাকি। অথচ আল্লাহর বাণী হলো, ‘তোমরা আহার করো না সে সব প্রাণী, যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি’ (ছহীহ বুখারী, হা/৩০৫ অধ্যায় এর সংশিষ্ট আলোচনা)। উল্লেখ্য, ওযূ ছাড়া কুরআন মাজীদ স্পর্শ করা যাবে না মর্মে لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ আয়াতটি পেশ করা হয়। কিন্তু আয়াতটি উক্ত অর্থে বলা হয়নি এবং তার পক্ষের দলীলও নয়। বরং এ আয়াতে الْمُطَهَّرُونَ দ্বারা উদ্দেশ্য হলো ফেরেশতাবর্গ (তাফসীরে ইবনু কাছীর, ৭/৫৪৪)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, উল্লিখিত আয়াত দ্বারা উদ্দেশ্য হলো ঐ কিতাব, যা আসমানে আছে (তাফসীরে ইবনু কাছীর, ৭/৫৪৪)। বিস্তারিত দেখুন- নায়লুল আওত্বার, শাওক্বানী, ২য় খণ্ড, ২৫৯-২৬৫ পৃ.; তামামুল মিন্নাহ, ১০৭ পৃ.।
প্রশ্নকারী : হাসিবুল হক