উত্তর : যদি জনসাধারণের প্রয়োজনে ব্যবহার না হয় যেমন: রাস্তা-ঘাট ইত্যাদি তাহলে, নিজ জমি সংলগ্ন বা যে কোনো সরকারি পরিত্যাক্ত জমিতে অস্থায়ীভাবে নার্সারী, বা দোকান-পাট বসানো বৈধ। এতে যেমন মানুষ আর্থিকভাবে সাবলম্বী হয় তেমন দেশেরও উন্নয়ন হয়। সুতরাং এ পন্থায় উপার্জিত অর্থ বৈধ হবে। এ ধরনের জমি আবাদ করার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন এবং আবাদকারী এমন জমির মালিক হবে মর্মে স্বীকৃতি দিয়েছেন। সাঈদ ইবনু যায়েদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো অনাবাদী যমীন আবাদ করবে, সে তার মালিক হবে। আর যদি কোনো যালিম অন্যের জমিতে গাছ লাগায়, তবে সে তার মালিক হবে না’ (নাসাঈ, হা/ ৩০৭৪; মিশকাত, হা/২৯৪৪)। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যাক্তি এমন কোনো জমি আবাদ করে, যা কারো মালিকানায় নয়, তাহলে সেই (মালিক হওয়ার) বেশি হক্বদার’ (ছহীহ বুখারী, হা/২৩৩৫)।
উল্লেখ্য যে, বাংলাদেশের ভূমি আইনে যেহেতু সরকারি জমি আবাদ করার কারণে সে ব্যক্তি তার এককালীন মালিক হতে পারে না তাই এমন ব্যক্তি ঐ জমির মালিক হিসাবে গণ্য হবে না। তাছাড়া সরকার ইচ্ছা করলে এধরনের জমি নিয়ে নিবে।
প্রশ্নকারী : সজীব