কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : ‘সম্রাটশানউদ্দীন’ নামরাখাযাবেকি?

উত্তর : সম্রাট শান উদ্দীন-এর অর্থ রাজাধিরাজ। বিধায় এ নাম রাখা যাবে না। কেননা যে সকল শব্দ বা নামের অর্থ রাজাধিরাজ তা দ্বারা মানুষের নাম রাখা নিষিদ্ধ। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহ তাআলার সমীপে সবচেয়ে খারাপ নাম ঐ ব্যক্তির হবে যাকে ‘মালিকুল আমলাক’ তথা ‘রাজাধিরাজ’ বলা হবে (ছহীহ বুখারী, হা/৬২০৫; ছহীহ মুসলিম, হা/২১৪৩; মিশকাত, হা/৪৭৫৫)।

প্রশ্নকারী : রাশেদ

পুঠিয়া, রাজশাহী।


Magazine