উত্তর: ঈমান হলো আত্মিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও আমলের সামষ্টিক নাম, এটি বাড়ে ও কমে (ছহীহ বুখারী, কিতাবুল ঈমান, ৭/১৪)। কাজেই ঈমান দিয়ে যদি এই ঈমান উদ্দেশ্য হয় সেক্ষেত্রে এর মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। যারা জান্নাতে যাবে তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী’ (আল-বাকারা, ২/৮২)। আল্লাহ আরও বলেন, ‘তারা যে আমল করত তার প্রতিদানস্বরূপ’ (আল-ওয়াক্বিয়াহ, ৫৬/২৪)।
প্রশ্নকারী : আব্দুল খালেক
গাজীপুর।