উত্তর: কোনো ব্যক্তি মসজিদ নির্মাণে আংশিক দান করলেও মসজিদ নির্মাণের ছওয়াবের অংশীদার হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন’ (ছহীহ মুসলিম, হা/৫৩৩)। আরেক বর্ণনায় এসেছে, জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য পাখির বাসার ন্যায় বা ছোট ঘরের ন্যায় একটি মাসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন’ (ইবনু মাজাহ, হা/৭৩৮)।
প্রশ্নকারী : ইমরুল কাইসার
চাঁপাই নবাবগঞ্জ।