কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): কেউ যদি কোনো বিষয়ে মানত করে যে, এই ইচ্ছাটি পূরণ হলে আমি গরীবদের কিছু টাকা দান করব। অতঃপর সে এই মানতের টাকা দান না করে মারা যায় অর্থাৎ মানত পূরণ না করে মারা যায়, তাহলে সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে?

উত্তর: কেউ যদি কোনো মানত করে, তাহলে তা পূরণ করা ফরয। আর এটি মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ‘তারা মানত পূর্ণ করে এবং সে দিনের ভয় করে, যে দিনের অকল্যাণ হবে ব্যাপক’ (আল-ইনসান, ৭৬/৭)। আর মানত পূরণ না করা মুনাফিকদের বৈশিষ্ট্য (আত-তাওবা, ৯/৭৫-৭৭)। মানতের বিষয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এরূপ মানত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, তাহলে সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি এমন মানত করে যে, সে আল্লাহর নাফরমানী করবে, তাহলে সে যেন তাঁর নাফরমানী না করে’ (ছহীহ বুখারী, হা/৬৬৯৬)। সুতরাং বৈধ কাজে মানত করলে আর মানত পূরণ না করার শারঈ কোনো ওযর না থাকলে অবশ্যই সেই মানত পূরণ করতে হবে। কিন্তু কেউ যদি মানত পূরণ না করে মারা যায়, তাহলে সে চিরস্থায়ী

জাহান্নামী হবে না। বরং যদি সে মুসলিম হয়ে থাকে, তাহলে সে আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ তাআলা তাকে চাইলে ক্ষমা করে দিবেন অথবা চাইলে তাকে জাহান্নামে শাস্তি ভোগ করানোর পরে একদিন জান্নাতে দিবেন, ইনশা-আল্লাহ।

উল্লেখ্য, মানতটি যদি ধন-সম্পদের বিষয়ে হয়, তাহলে মৃতের সম্পদ বণ্টন করার আগেই সেখান থেকে পূরণ করতে হবে। আর যদি ইবাদত সংক্রান্ত হয়, তাহলে তার ওয়ারিছরা তা আদায় করে দিবে।

প্রশ্নকারী : ইমরান হোসেন

যাত্রাবাড়ী, ঢাকা।


Magazine