উত্তর: শ্রমিক নিয়োগ করার সময়ে সৎ, বিশ্বস্ত ও আমানতদ্বার ব্যক্তিকেই নিয়োগ দিতে হবে। মাদইয়ানের দুই মেয়ের একজন মূসা আলাইহিস সালাম সম্পর্কে তার পিতাকে বলেছিলেন, হে আমার পিতা! আপনি একে মজুর নিযুক্ত করুন, কারণ আপনার মজুর হিসেবে উত্তম হবে সে ব্যক্তি, যে শক্তিশালী, বিশ্বস্ত (আল কাছাছ, ২৮/২৬)। তবে যদি এমন ব্যক্তি পাওয়া না যায়, তাহলে বিশ্বস্ত ব্যক্তিদেরকে কাজে নিয়োগ করা যেতে পারে। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়ে একজন কাফিরকে পথ প্রদর্শক নিয়োগ করেছিলেন।
প্রশ্নকারী : সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।