কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের বিচার কোন আইনের ভিত্তিতে হবে, তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী নাকি মুসলিমদের ধর্মগ্রন্থ অনুযায়ী? আর চুরির জন্য ইসলামে হাত কাটার বিধান অমুসলিমদের উপর প্রয়োগ করা যাবে কি?

উত্তর : ইসলামী রাষ্ট্রে মুসলিমেদের বিচার ফায়ছালা যেমন ইসলামী শরীআত অনুযায়ী হবে, ঠিক তেমনই অমুসলিমদের বিচার ফায়ছালাও হবে ইসলামী শরীআত অনুযায়ী। কেননা আল্লাহ তাআলা তার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আদেশ করে বলেন, ‘আল্লাহ যা নাযিল করেছেন সেই অনুযায়ী আপনি তাদের মাঝে বিচার করুন, আর তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না’ (আল-মায়েদা, ৫/৪৯)। সুতরাং ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদের মধ্যেও কেউ চুরি করলে রাষ্ট্রের দায়িত্ব হলো তার হাত কেটে দেওয়া।

উল্লেখ্য যে, অনেকেই দাবী করে, এক ইয়াহূদী পুরুষ ও ইয়াহূদী মহিলা ব্যভিচার করলে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাওরাত অনুযায়ী তাদের মাঝে বিচার করেন (ছহীহ বুখারী, হা/৬৮১৯; ছহীহ মুসলিম, হা/১৭০০)। কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। বরং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ইসলামী শরীআত মোতাবেকই বিচার করেছিলেন, কিন্তু তাওরাত নিয়ে এসে তাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল তাদেরকে লাঞ্ছিত করা ও তাদের ওপর হুজ্জত কায়েম করা (হুকমুল জাহিলিয়্যাহ, আহমাদ মুহাম্মাদ শাকির, ৫৪ পৃ.)।

প্রশ্নকারী : আব্দুর রাজ্জাক

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine