উত্তর : জামাআতে ছালাত আদায় করলে ইমাম যে অবস্থায় থাকবে সেটাই আমল করবে। ইমাম যদি সূরা ফাতেহা আগে পড়ে নেয় তাহলে ইমামের সাথে সাথে আমীন বলতে হবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম যখন আমীন বলেন, তখন তোমরাও আমীন বল। কেননা যার আমীন (বলা) ও মালাইকাহর আমীন (বলা) এক হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয়’ (ছহীহ বুখারী, হা/৭৮০)। সুতরাং ইমামের সাথেই আমীন বলবে। তারপর সূরা ফাতিহা পাঠ করাতে যতটুকু বাকী আছে তা পাঠ করে নেবে।
প্রশ্নকারী : ইজাজুল
যশোর।