কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : ইসলামের দৃষ্টিতে সূর্য গ্রহণের কারণ কী?

উত্তর : সূর্যগ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের ভয় দেখান এবং নিজ ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটান। আবূ মাসঊদ আল-আনছারী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্য থেকে দুইটি নিদর্শন। এ দুইটির মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদের মাঝে ভীতির সঞ্চার করেন। কোনো মানুষের মৃত্যুর কারণে এ দুটোর গ্রহণ ঘটে না। কাজেই যখন গ্রহণ দেখবে, তখন তোমরা এ পরিস্থিতি মুক্ত না হওয়া পর্যন্ত ছালাত আদায় করবে এবং দু‘আ করতে থাকবে’ (ছহীহ মুসলিম, হা/৯১১; ছহীহ বুখারী, হা/১০৪১; মিশকাত, হা/১৪৮৪)। আবূ মূসা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একবার সূর্যগ্রহণ হলো, তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতসন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন। তিনি কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা করছিলেন। এরপর তিনি মসজিদে আসেন। এর আগে আমি তাঁকে যেমন করতে দেখেছি, তার চেয়ে দীর্ঘ সময় ধরে ক্বিয়াম, রুকু ও সিজদা সহকারে ছালাত আদায় করলেন। আর তিনি বললেন, এগুলো হলো আল্লাহ কর্তৃক প্রেরিত নিদর্শন; এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে ঘটে না। বরং আল্লাহ তাআলা এর দ্বারা তাঁর বান্দাদের মাঝে ভীতির সঞ্চার করেন। কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে, তখন ভীতবিহ্বল অবস্থায় আল্লাহর যিকির, দু‘আ ও ইস্তিগফারে মগ্ন হবে’ (ছহীহ বুখারী, হা/১০৫৯; ছহীহ মুসলিম, হা/৯১২)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

 জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine