কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : আমার বাবা বিড়ি সিগারেট খায়। আর এর জন্য আমার নিকট টাকা চায় ঐ টাকা দেওয়া যাবে কি?

উত্তর : দেওয়া যাবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে, আর পাপকাজ ও সীমালংঘনের কাজে একে অন্যের সাহায্য করো না’ (আল মায়েদা, ৫/২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ ‘সৃষ্টার অবাধ্যতায় সৃষ্টির কেনো আনুগত্য নেই’ (মুসনাদে আহমাদ, হা/১০৯৫; মিশকাত, হা/৩৬৯৬)। অত্র আয়াত এবং হাদীছ প্রমাণ করে যে, আল্লাহর অবাধ্যতায় কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না। আর বিড়ি-সিগারেট খাওয়া হারাম। সুতরাং পিতাকে বিড়ি-সিগারেট কেনার জন্য টাকা দেওয়া যাবে না। বরং তাদেরকে বুঝাতে থাকতে হবে। দ্বিতীয়ত এর মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা হয়ে থাকে। আর অন্যায় কাজে সহযোগিতা করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : শরিফুল ইসলাম

ঝিনাইদাহ।


Magazine