কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): ‘আল্লাহুম্মা ছল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ’ এই দরূদটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?

উত্তর: সর্বোত্তম হচ্ছে দরূদে ইবরাহীম পাঠ করা। সুতরাং প্রশ্নোল্লিখিত শব্দাবলিতে দরূদ কোনো হাদীছে বর্ণিত হয়নি। তবে উল্লেখিত শব্দাবলিতে দরূদ পাঠ করতে শারঈ কোনো নিষেধাজ্ঞা নেই। আতিশয্য ছাড়া যে কোনো শব্দাবলি দিয়ে দরূদ পাঠ করলে সেটা যথেষ্ট হিসেবে পরিগণিত হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরূদ পাঠের কথা ব্যাপকার্থে প্রমাণ বহনকারী শব্দাবলি দিয়ে হাদীছে উল্লেখিত হয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর দশবার রহমত বর্ষণ করেন’ (ছহীহ মুসলিম, ১১/৩৮৪/৭৩৫)।

প্রশ্নকারী : মুহাম্মদ শহীদুল্লাহ

উত্তরা, ঢাকা।


Magazine