উত্তর : নার্সিং ড্রেস পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র হলে তা পরিধানরত অবস্থায় ছালাত আদায় করতে পারে। তবে তার উপর বড় ওড়না বা চাদর পরিধান করতে হবে। কেননা নার্সের পোষাকে নারীদের অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ পায়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ছালাতের সময় সুন্দর পোষাক পরিধান কর’ (আ‘রাফ, ৩১)। তিনি আরো বলেন, ‘আল্লাহভীতির পরিচ্ছদই সর্বোত্তম পরিচ্ছদ’ (আ‘রাফ ২৬)। তবে ছালাতের সময় মহিলাদের চেহারা ও দুই হস্ততালু ব্যতীত মাথা সহ সর্বাঙ্গ আবৃত রাখা অপরিহার্য (নূর, ৩১; আবুদাঊদ, হা/৪১০৪; মিশকাত, হা/৪৩৭২)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতের মধ্যে মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন (আহমাদ, ফিক্বহুস সুন্নাহ ১/২০১; আবুদাঊদ হা/৬৪৩, সনদ হাসান)।
প্রশ্নকারী : জান্নাতুল ফেরদৌসী
সৈয়দপুর, নীলফামারী।