কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : বিবাহের ক্ষেত্রে যে কোন এক পক্ষের দু’জন সাক্ষী হলে বিবাহ বৈধ হবে কি?

উত্তর : বিবাহ বৈধ হওয়ার জন্য কোন পক্ষ লাগে না। বরং দু’জন মুসলিম সাক্ষী হিসাবে থাকা আবশ্যক (ছহীহ ইবনু হিববান, হা/৪০৭৫)। এ সময় দু’জন পুরুষ না থাকলে একজন পুরুষ ও দু’জন মহিলার সাক্ষীই যথেষ্ট। বর্তমানে কাজীর বিবাহ রেজিষ্ট্রি খাতায় চারজন সাক্ষী রাখা হয় যা শরী‘আতকে অমান্য করার শামিল। মহান আল্লাহ বলেন, ‘তোমরা দু’জন পুরুষ সাক্ষী রাখো, যদি দু’জন পুরুষ না থাকে, তোমাদের পসন্দ মত একজন পুরুষ এবং দুইজন মহিলা সাক্ষী হিসাবে যথেষ্ট হবে’ (বাক্বারাহ, ২৮২)।

-সাদিয়া, ফেনী।


Magazine