কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): আমার কাজিন নার্সিং এ ভর্তি হয়েছে কিন্তু কলেজ থেকে বলেছে হিজাব পরা যাবে না। এখন করণীয় কী?

উত্তর: এখন করণীয় হলো অভিভাবকের মাধ্যমে অধ্যক্ষের সাথে যোগাযোগ করে সমন্বয় করে পর্দা করার চেষ্টা করবে। তাতেও সম্ভব না হলে প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। কেননা নারীদের জন্য পর্দা জরুরী বিধান। আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনা নারীদেরকে বলো, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (আল-আহযাব, ৩৩/৫৯)। তিনি আরও বলেন, ‘আর যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে’ (আল-আহযাব, ৩৩/৫৩)। আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহিলারা হচ্ছে আওরাত (আবরণীয় বস্তু)’ (তিরমিযী, হা/১১৭৩)।

প্রশ্নকারী : মামুন

বানারীপাড়া, বরিশাল।


Magazine