উত্তর: জাদু শেখা, শিক্ষা দেওয়া, জাদুকরদের কর্মকাণ্ড দেখা, সেগুলো বিশ্বাস করা মহাপাপ। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সেগুলো কী? তিনি বললেন, ‘সেগুলো হলো- (১) আল্লাহর সঙ্গে শরীক করা, (২) জাদু, (৩) আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীআতসম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা, (৪) সূদ খাওয়া, (৫) ইয়াতীমের মাল গ্রাস করা, (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাব বিশিষ্ট সতী-সাধ্বী মুমিনা নারীদের অপবাদ দেওয়া’ (ছহীহ বুখারী, হা/২৭৬৬)। এমতাবস্থায় তাকে তওবা করে ফিরে আসতে হবে নতুবা তার ছালাত কবুল হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে গেল, তারপর তাকে কিছু জিজ্ঞাসা করল, অতঃপর গণকের কথাকে সত্য বলে বিশ্বাস করল, চল্লিশ দিন পর্যন্ত তার ছালাত কবুল হবে না’ (ছহীহ মুসলিম, হা/২২৩০)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।