কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): খেজুর ও কিসমিস কি একত্রে ভিজিয়ে রাখা যাবে? যদি রাখা যায় তাহলে কি সেই পানি পান করা যাবে?

উত্তর: খেজুর ও কিসমিস একত্রে ভিজানো যাবে না। আবূ কাতাদা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো খেজুর ও আধাপাকা খেজুর এবং শুকনো খেজুর ও কিসমিস একত্র করতে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/৫৬০২; ছহীহ মুসলিম, হা/১৯৮৬)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine