কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : এমন একজন বিধবা মহিলা যে পর্দা করে না, ছালাত আদায় করে না, তার কোনো সন্তান নেই, এবং সে লোকের বাড়িতে কাজ করে খায়। তার একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে, এমন মহিলাকে দান করা যাবে কি?

উত্তর : ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য ও ঈমানের উপর শক্তিশালী করার নিয়্যতে এমন অসহায় ব্যক্তিকে দান করা যায়। মহান আল্লাহ বলেন, ‘ছাদাক্বা হলো, ফক্বীর, মিসকীন ও তৎসংশ্লিষ্ট কর্মচারী ও যাদের মন জয় করা উদ্দেশ্য তাদের জন্য, দাসমুক্তি ও ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে (ব্যয়ের জন্য) আর মুসাফিরের জন্য। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরয। আর আল্লাহ হলেন সর্বজ্ঞ, মহাজ্ঞানী (আত-তওবা, ৯/৬০)।

তাছাড়া কোনো ব্যক্তির শরীর শক্তিশালী করার চেয়ে তার ঈমানকে শক্তিশালী করা অধিক গুরুত্বপূর্ণ (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং ৩৮৩)। তবে দানের সাথে সাথে তাকে ছালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং পর্দা করতে আদেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘সৎকর্ম ও আল্লাহভীরুতার কাজে তোমরা একে অপরকে সাহায্য করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না’ (আল-মায়েদা, ৬/২)।

প্রশ্নকারী : নাজনীন পারভীন

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine