উত্তর: আয়াতুল কুরসী ও সূরা বাকারার শেষ দুই আয়াত হলো কুরআনের অংশ। তাই সেগুলো পড়ার পূর্বে ‘আউযুবিল্লাহ’ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ‘যখন তুমি কুরআন পড়বে, তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও’ (আন-নাহল, ১৬/৯৮)। তবে ‘বিসমিল্লাহ’ পড়তে হবে না। কারণ এক সূরা থেকে অন্য সূরাকে পৃথক করার জন্য ‘বিসমিল্লাহ’ পাঠ করতে হয় (আবূ দাঊদ, হা/৭৮৮)।
প্রশ্নকারী : আব্দুল গণী
ঢাকা।