কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : ছালাত আদায়ের সময় টুপি না পরলে কি ছালাতের নেকী কম হবে?

উত্তর : ছালাতের সময় উত্তম পোশাক পরার আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ‘হে আদমের বংশধরগণ! প্রত্যেক ছালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। পানাহার করবে কিন্তু অপচয় করবে না। তিনি পছন্দ করেন না অপব্যয়ীদের’ (আ‘রাফ, ৭/৩১)। পুরুষের জন্য ছালাতে টুপি, পাগড়ি পরা জরুরী নয়। এতে নেকী কম হবে না। তবে সৌন্দর্যবর্ধক পোশাক হিসেবে টুপি, পাগড়ি ইত্যাদি দ্বারা মাথা ঢেকে সুন্দরভাবে বিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে ছালাতে দণ্ডায়মান হওয়া নিঃসন্দেহে উত্তম কাজ।

প্রশ্নকারী : মুহাম্মাদ মুশাররফ শেখ

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত


Magazine